যেসব অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায় না। ক্রোম থেকে নামাতে হয় এবং ডাউনলোডের সময় ক্ষতিকর সতর্কতা দেখায়। যেমন, vidmate, videoder ইত্যাদি। এতে কি ফোনের কোনো ক্ষতি হয়?
12
0
1 Answers
11.3 K
0
Answered
3 years ago
Vidmate, Videoder এর মতো অ্যাপগুলি প্লেস্টোরে নাই এর কারণ হচ্ছে এসব অ্যাপ দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়। যেটি গুগলের নীতিবিরুদ্ধ। তাছাড়া অ্যাপগুলিতে গোপনে বিজ্ঞাপন দেখানো, সাবস্ক্রিবশন আর অতিরিক্ত মোবাইল ডাটা ব্যবহার করার অভিযোগ আছে।
fullkhatun publisher