যেমন কুকুর তেমন মুগুর! এটা হিন্দিতে কী হবে?

1 Answers   1.5 K

Answered 1 year ago

সম্পর্কিত অনেক ভারতীয়ই নাকি হিন্দি বলতে বা বুঝতে পারে না, এটা কি সত্যি? অবশ্যই। আমার বাবা-মা-ই ঠিক করে বুঝতে পারেন না। বাবা কলকাতার এক কলেজের প্রফেসার ছিলেন, মা হাইস্কুলের শিক্ষিকা। হিন্দি সিনেমা-সিরিয়াল এক বর্ণ বোঝেন কিনা সন্দেহ আছে। অন্ততঃ হিন্দি কোনও ভাল সিনেমা দেখার কথা বললে বলেন, "বুঝতে পারি না, গিয়ে কী হবে?" তবে সামনা-সামনি কথা বললে কিছুটা ধরতে পারেন। বাবা অবশ্য প্রচণ্ড কনফিডেন্সের সঙ্গে "হাম চ'লে জাএগা" জাতীয় হিন্দি বলেন। আর বারাণসীর কোন রিকশাওলা নাকি বাবার হিন্দি বুঝতে না পেরে বলেছিল, "বাবু, বাংলা মে বোলিএ" - সেই গল্প করেন। এই তো ৫০ বছর কলকাতায় থাকা লোকের কথা। আর গ্রামের দিকে বা দক্ষিণ ভারতে গেলে, বুঝতেই পারছেন, কী হবে।
Test User
jalika.khatun
102 Points

Popular Questions