Answered 2 years ago
যা কানাঘুষো শুনা যাচ্ছে তাতে মার্কিন সরকার কিছুদিনের মধ্যে হুয়াওয়েই এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও অবাক হওয়ার কিছু নেই।
Samsung ও কয়েকবছর আগে চেষ্টা করেছিল Tizen OS নামের একটা নিজস্ব OS কিন্তু এখন ওই আইডিয়াটা ওরাও বাদ দিয়েছে।
স্যামসাং তার নিজস্ব অপারেটিং সিস্টেমের ব্যাপারে সাহসী হতে পারেনি তার কারন হল অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা। এই মূহুর্তে iOS ছাড়া আর একমাত্র যেটা আছে সেটা Android. কিন্তু iOS ও Google ছাড়া চলতে পারবেনা। আর হুয়াওয়েইএর কাছে তো সেই গুগলই নেই।
Blackberry,windows, Symbian রা Android এর সঙ্গে পাল্লা দিতে না পেরে অনেক আগেই বাজার ছেড়ে পালিয়েছে।
ধরুন আমি বর্তমানে airtel sim card ব্যবহার করছি। কিন্তু কেউ আমাকে হঠাৎ বলল Tata Docomo sim ব্যবহার করতে। তখন কি আমি এটা করব?
কারন আমার বাড়ির আশেপাশে যেরকম Airtel এর টাওয়ার বা রিচার্জ কার্ড আছে সেরকম তো Tata Docomoএর নেই। তাছাড়া আমার পরিবার ,বন্ধু-বান্ধব সবাই এয়ারটেল ব্যবহার করেন। আবার এয়ারটেল টু এয়ারটেলের ফোন কল (রিচার্জ কার্ড) ও তুলনামূলক সস্তা। তাহলে আমি এয়ারটেল ছেড়ে অন্য কিছু ব্যাবহার করতে যাব কেন?
Android এর মত এত বড় একটা অপেন সোর্স প্ল্যাটফর্ম ছেড়ে গ্রাহকরা অন্য অপারেটিং সিস্টেমএ স্যুইচ করবে কেন? আরেকটা ব্যাপার লক্ষ্য করুন Google play store এ এই মূহুর্তে ২৬ লক্ষ এপ্লিকেশন আছে যেখানে iOS এর App Store এ ১৮ লক্ষ এপ্লিকেশন আছে।
Android release হয়েছিল ২০০৮ এ যেখানে iOS release হয়েছিল ২০০৭ এ। এখন ভাবুন হুয়াওয়েইকে এখনো কতটা পথ অতিক্রম করতে হবে!
তাই আমার মন বলছে সমস্যাটা সমাধান নাহলে হুয়াওয়েইএর শেষের শুরু এখান থেকেই।তবে আমি আশা করি হুয়াওয়েই আমাকে ভুল প্রমাণ করবে
sinjonkhan publisher