Answered 2 years ago
বাংলাদেশে এ সমস্যা হলে এটা আদৌ কোন সমস্যা নয়। শুধু ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিবেন।
গাড়ির কন্টাকটার ও হেলপারকে বিষয়টি বুঝিয়ে বলুন। বাংলাদেশের প্রায় ২০ - ৩০ কিলোমিটার মধ্যেই একটি করে পেট্রোল পাম্প স্টেশন পাওয়া যাবে। এসকল ফিলিং স্টেশনসমূহে সাধারণত বাথরুমের ব্যবস্থা থাকে। তাদের ভালোভাবে বুঝিয়ে বললে তারা নিঃসন্দেহে নিকটবর্তী পেট্রোল পাম্প এ গাড়ি থামিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবেন।
হাইওয়ে রেস্টুরেন্ট গুলোতেও ফ্রী বাথরুম ব্যবস্থা আছে। এখানেও নামতে পারেন।
তবে ভ্রমণ টুলকিট হিসেবে অবশ্যই কিছু টিস্যু পেপার সাবান-শ্যাম্পু এগুলো সঙ্গে রাখবেন।
premaislam publisher