Answered 2 years ago
সভ্যতা যত এগোচ্ছে, মানুষের পেশার তত পরিবর্তন হচ্ছে। ফ্রান্সের শিল্প বিপ্লব সারা পৃথিবীর পুরনো পেশাকে ধীরে ধীরে পরিবর্তন ও বিদায় জানাতে বাধ্য করেছিল। নিত্যনতুন টেকনোলজি উদ্ভাবনের মধ্যে দিয়ে নতুন নতুন পেশার সৃষ্টি হচ্ছে। এই তো সামান্য কয়েক বছরে চোখের সামনে পরিবর্তন ঘটেছে ও ঘটছে কৃষি ব্যবস্থার। প্রযুক্তিতে আমূল পরিবর্তন এনেছে কম্পিউটার। বিজ্ঞানের অগ্রগতি তো এখানে থেমে থাকবে না। কঠিন হবে কি সহজ হবে বলা শক্ত, কিন্তু উন্নততর পেশা যে দিনে দিনে আসবে বলাই বাহুল্য। ধন্যবাদ।
Kani publisher