যেই চলচ্চিত্রগুলি ইউটিউবে পাওয়া যায় না, সেইগুলি কোথায় দেখবো?

1 Answers   14.3 K

Answered 2 years ago

এই প্রশ্নের উত্তর কারো কাছে ভালো লাগতেও পারে আবার কারো কাছে মন্দ। যদি মুসলিম পরিবার থেকে আপনার আগমন ঘটে থাকে তবে এটি আপনার জন্য ।

মুভি গান বাজনা কি ইসলাম সাপোর্ট করে 

উত্তরঃ- না করেনা। এটি সম্পুর্ণ হারাম। এতটুকু মাথায় থাকলেই হবে।

কেনো হারাম তা খোজার দায়িত্ব আপনার নিজের।

এবার আসি রাসূলুল্লাহ (সাঃ) কি বলেছেন —

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে সে তার অনুসারীর সমান সওয়াব পাবে, অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে, তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না।

সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৬০৯

হাদিসের মান: সহিহ হাদিস।

সুতরাং ভদ্র মহোদয়গণ আপনারা যারা একটি হারাম (পাপ) কাজের জন্য নানান রকমের ওয়েবসাইট এর সন্ধান দিয়েছেন, এর জন্য আপনার পরিণাম কতটা ভয়ানক হতে পারে সেটি কল্পনা করুন।মুভি দেখলো আরেকজন কিন্তু তাকে মন্দকাজে ডাকার জন্য আপনিও পাপের ভাগীদার হলেন। মৃত্যুর পরেও কিন্তু এই পাপের ভাগীদার হতেই থাকবেন। 

Nadim Rayhan
nadimrayhan
486 Points

Popular Questions