যুদ্ধ শেষ হওয়ার তিন মাস পরেও কেন ভারতীয় সৈন্যরা বাংলাদেশে অবস্থান করেছিল?

1 Answers   2.1 K

Answered 1 year ago

তাও ভালো, অন্তত প্রশ্ন করা হয় নি, যুদ্ধের সময় ভারতীয় সৈন্য-বাহিনী কেনো পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশ করেছিলো? গরু-গাধা-ছাগলের বাচ্চার (শাবকের) সাথে মানব-শিশুর পার্থক্য কোথায়? প্রাকৃতিক নিয়মেই পশু-শাবকরা, অনেক দ্রুত হাঁটা-চলা এবং খাওয়া শুরু করতে পারে কিন্তু মানব-শিশুর মা'কে, সেই কাজগুলোকে করিয়ে দিতে হয়। ইণ্ডিয়া-পাকিস্থান যখন স্বাধীন হয়েছিল, ১৯৪৭ সালে লর্ড মাউন্টব্যাটনকে, ক্ষমতা হস্তান্তরিত করার দায়িত্ব দেওয়া হয়েছিলো। সবচেয়ে হাতেগরম উদাহরণ হচ্ছে, আমেরিকান সৈন্য-বাহিনী, আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রায় সাথে সাথে তালিবানরা ক্ষমতা দখল করেছিলো। কি বুঝলেন? সদ্য স্বাধীন বাংলাদেশের শাসনব্যবস্থা পরিচালনা মানে নিশ্চয়ই ১৬ই ডিসেম্বরের বিজয়-দিবস এবং বিজয়োৎসব নয়? দেশ পরিচালনা করার জন্য, আইন-কানুন তৈরীর পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কে পালন করতো? তখন তো বাংলাদেশের ঘরে-ঘরে, অস্ত্র-শস্ত্র মজুত রয়েছে। যে অস্ত্র-শস্ত্র পরবর্তীকালেও পুরোপুরি সরকারের কাছে সমর্পণ না করার কারণে আইন শৃঙ্খলার সঙ্কট তৈরী হয়েছিলো এবং ভারতীয় সীমান্তেও সেই আঁচ পড়েছিলো। সুতরাং ৯০ দিন যে ভারতীয় সৈন্যবাহিনী বাংলাদেশে ছিলো সেটি মধ্যবর্তী ব্যবস্থাপনা মাত্র। সদ্য স্বাধীন শিশু রাষ্ট্র বাংলাদেশেকে শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সময় দিয়েছিলো। ★গণিমতের মাল, কাকে বলে? ভারতীয়দের এ সম্পর্কে কোনো ধারনা নেই, চর্চা নেই, সংস্কৃতিও নেই। আমিও শব্দ-বন্ধটি জেনেছি, "কোরা-বাংলার" কল্যাণে।আমি বিশ্বাস করি ভারতীয় মুসলমান সম্প্রদায়েরও সবাই বোধহয় জানেন না, "গণিমতের মাল" বলতে কি বোঝানো হয়? আসলে কথায় আছে না,কাদের মন যেনো বোঁচকা'র দিকে?
aminaforid
aminaforid
435 Points

Popular Questions