যার চরিত্র যেমন তার জীবনসঙ্গী ও তেমনি হয় এ কথা কতটা বাস্তব?

1 Answers   3.9 K

Answered 1 year ago

বাস্তবতা অনেকক্ষেত্রেই ভিন্ন |এমন যদি বাস্তবে ঘটতো তাহলে ভয়ে কেউ পাপ করার কথা ভাবতো ও না |বাস্তবতা হচ্ছে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে |একটি কুলাঙ্গার চরিত্রহীন ছেলে হয়তো কোনো ভদ্র ভালো মেয়েকে বিয়ে করে তার জীবন নরক করে তুলছে ,কখনো বা হাজারজনের সাথে রুমডেট করা মেয়ে একজন ঈমানদার ও নিজেকে হেফাজত করা উত্তম পুরুষের জীবনসঙ্গী হয়ে যাচ্ছে |সব ই ভাগ্য আর সময়ের খেলা| বিপরীত সঙ্গী মিলিয়ে আমাদের ধৈর্যের আর ঈমানের পরীক্ষা নেয়া হয় এটা আমরা মানতে প্রস্তুত নই |
Abir Ahmed
abirahmed
358 Points

Popular Questions