Answered 2 years ago
ওয়াইফাই মাধ্যমে যদি মোবাইল ফোনে ইন্টারনেট চালনা করেন তো সেটা আপনার সার্ভিস প্রভাইডারএর কাছে দৃশ্যমান হবে। মানে চাইলে তাঁরা আপনার গতিবিধি অনুসরণ ও অনুধাবন করতে পারে।
তবে সুধীজন বলছেন, ভি পি এন মাধ্যমে সেই কাজ করলে আপনার আই পি ঠিকানা পালটে যাবে। তখন আপনি আপাত দৃষ্টিতে আপনার আই এস পি-র কাছেও অদৃশ্য হয়ে যাবার কথা। ।
অবশ্য পেগাসিসসের অস্তিত্ব জানার পরে, এখন আর কোন পথই নিরাপদ বা কম্বলে ঢাকা নেই।
jonikhan publisher