Answered 2 years ago
দেখুন ভাই, আমরা বাঙালি। বাংলা আমাদের মাতৃভাষা। কথা বলা শেখার জন্য আমাদের বাংলা ব্যাকরণ শিখতে হয়নি। মুখে বুলি ফোটার আগে থেকে আমরা আমাদের চারপাশের লোকজনের মুখ থেকে বাংলা কথা শুনতে শুনতে বাংলা ভাষায় কথা বলতে শিখেছি। তার মানে আমরা বাংলায় কথা বলতে পারি। কিন্তু বাংলায় যদি কিছু ভালো লিখতে হয়, ব্যাকরণ শেখা লাগবে। এমনকি বাংলায় শব্দ ভান্ডার গড়ে তুলতেও বাংলায় প্রচুর পড়াশোনা করার প্রয়োজন। এবার আসি ইংরেজি শেখার প্রসঙ্গে। ইংরেজি যেহেতু বিদেশি ভাষা, আমাদের চারপাশের লোকজন কেউ সাধারণ কথাবার্তা ইংরেজিতে বলে না, তাই ইংরেজি আমাদের আলাদা করে শিখতে হবে। কিন্তু শিখবেন কীভাবে, কোন পদ্ধতিতে? এ বিষয়ে নানা মুনির নানা মত আছে। আমার মত হলো, আগে সাধারণ গ্রামার শিখতে হবে, পরে ভোকাবুলারি বাড়াতে হবে। আমি খুব সাধারণ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন, আপনি শিখেছেন 'I', 'eat' এমনকি 'am'. কিন্তু গ্রামার না শিখলে বড়জোর 'আমি খাই' ইংরেজিতে 'I eat' বলতে পারবেন কিন্তু 'আমি খাচ্ছি' এর ইংরেজি 'I am eating' বলতে পারবেন না। তাই আমাদের মতো বাঙালিদের ইংরেজি ভাষা শিখতে হলে আগে গ্রামার পরে ভোকাবুলারি বাড়াতে হবে। বড়জোর গ্রামার এবং ভোকাবুলারি একসাথে শিখতে হবে। ধন্যবাদ।
rahamanshajidur publisher