Answered 2 years ago
আমাকে যদি বাছাই করা না ও হতো আমি এর উত্তর দিতাম। কারন আমি মনে করি আমার বিয়েটা ছিল অনেকটাই সাহসের কাজ। প্রসঙ্গত আমি গত মাসেই বিয়ে করেছি।
আপনার প্রশ্নের উত্তর দেয়ার আগে জানা দরকার ভয়টা কিসের? শারিরিক সক্ষমতার নাকি মানসিক?
যাই হোক, আমি বলবো বিয়ে করতে সাহসের চেয়ে আল্লাহর উপর ভরসা করার মানসিকতা লাগে বেশি। আমি ১৫ হাজার টাকা বেতনের চাকরি করে বিয়ে করার সাহস করেছি এই ভরসার জোড়েই।
আমি বলবো, আল্লাহর উপর ভরসা রাখেন, সব ঠিক ঠাক হয়ে যাবে। নিয়ত রাখুন ভালো। বিয়ের পরে স্ত্রীর সাথে নতুন সম্পর্কে একটা সাসপেন্স আছে, তবে ভয়ের কিছু নেই। জাস্ট করে ফেলুন, সব কিছুই স্বাভাবিক।
violet.robel387 publisher