যারা বিত্তবান হয়ে থাকে তারা কি বেশ পাগলাটে স্বভাবের হয়ে থাকে?

1 Answers   11.4 K

Answered 2 years ago

যারা বিত্তবান তাঁরা আপনার আমার মতো মানুষ। তাদেরও দুটা চোখ, দুটা হাত-পা। দূর থেকে দেখলে বিত্তবানদের পাগলাতে মনে হয়। বিশেষ করে তাদের কাজকর্ম দেখলে। যেমন ধরুন, আমি একজন বিত্তবানকে চিনি। তিনি রাস্তায় বের হয়ে যান টাকার বান্ডিল নিয়ে। ঘুরে ঘুরে দরিদ্র মানুষদের টাকা দেন। আবার বাচ্চাদের দেন দামী বিদেশী চকলেট। আপাত দৃষ্টিতে এদের পাগলাটা স্বভাবের মনে হয়- কিন্তু এগুলো সহজ সরল কর্মকান্ড। টাকা তো জমিয়ে রাখার জন্য নয়। খরচ করার জন্য।

ধরুন, আপনি বিত্তবান মানুষ। আপনার গান ভাল লাগে। আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন। তখন ট্রেনে এক বাউল গান গাইছে। গান শুনে সবাই ৫ টাকা, ১০ টাকা করে দিচ্ছে। আপনি দিলেন এক হাজার টাকা। তখন অনেকে আপনাকে পাগলাটে ভাবতে পারে। কিন্তু একজন দরিদ্র বাউলে এক হাজার টাকা দেওয়া কোনো পাগলাটে কাজ নয়। আবার ধরুন, আপনি দেখলেন একলোক রাস্তায় খাচার বন্ধী করে পাখি বিক্রি করছে। আপনি সব গুলো পাখি কিনে আকাশে উড়িয়ে দিলেন। এটা পাগলাটে কাজ নয়। ভালো কাজ। এরকম কাজে আনন্দ পাওয়া যায়।

তাঁরা বিত্তবান বলেই তাদের সহজ সরল সুন্দর কাজ গুলোকে পাগলাটে বলে মনে হয়। আপনি ধনী হোন। তারপর অসহায় ও দরিদ্র মানুষদের জন্য কাজ করুণ। তাতে আপনি আনন্দ পাবেন। কিন্তু আশেপাশের লোকজন নানান রকম কটু কথা বলবে। পাগল বলবে। হাতে টাকা থাকলে খরচ করা যায়। আনন্দ পাওয়া যায়। আর হাতে টাকা না থাকলে প্রয়োজনীয় কাজেও টাকা খরচ করা যায় না। তখন যারা টাকা খরচ করে তাদের পাগলা বলে মনে হয়। কিন্তু আদৌ তাঁরা পাগল নয়।

Rahul
Rahul
358 Points

Popular Questions