যারা প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ তৈরি করে, তারা কিভাবে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে টাকা আয় করে?

1 Answers   2 K

Answered 2 years ago

আসলে আপনি নতুন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তৈরি করে, কোন টাকা আয় করতে পারবেন নাহ।এরকম কোন উপায় দুর্ভাগ্যবশত নাই।

তবে আপনি যদি কোন কোম্পানির হয়ে কাজ করে থাকেন এবং কোন কারণ বশত সেই কোম্পানির একটা কাজের জন্য নতুন প্রোগ্রামিং এর দরকার হয় সে ক্ষেত্রে আপনি কোম্পানি কর্তৃক বাড়তি বেতন পেতে পারেন। সেটা আলাদা কথা।

একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন।বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলা কিন্তু গবেষণার খাতিরেই তৈরী করা হয়েছিল।যেমন

জাভা-সান কোম্পানির গবেষকদের হাতে

সি,সি++ বেল ল্যাব এর গবেষকদের হাতে

পাইথন- ডাচ রিসার্চ ইন্সটিটিউট এর কর্মচারীদের হাতে

আপনিও আপনার নিজ গবেষণার খাতিরে নতুন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তৈরী করতে পারেন।এজন্য আপনারে অগ্রীম শুভেচ্ছা 

Romzan Reza
romzanreza
535 Points

Popular Questions