Answered 2 years ago
ভাল developerরা শুধু website না, system বানায়। মানুষ আজকাল wordpress ছেড়ে আরো interactive cms বেছে নিচ্ছে, নতুন নতুন cms আসতেসে বাজারে যেমন , Strapi, Webflow, এগুলো JS based। এগুলো কারা বানাচ্ছে, developer রাই তো। developer রা জিনিসে বসে থাকেনা, upgrade এর জন্য কাজ করে।
wordpress একটা content management system, code করা ছাড়াই সেরকম একটা content-based website বানানোই যায় website দিয়ে। কিন্তু সেখানেও PHP+Javascript developer দের কাজ আছে, অনেকে wordpress customization চান নিজের মত করে, নতুন customized theme করান, নতুন plugin develop করান, এগুলো তো developer এরই কাজ, সেইতো code নিয়েই নাড়াচাড়া! তবে একটা জিনিস সত্য, wordpress এর codebase ও অনেক সুন্দর ও পরিষ্কার, কাজ করতে মজা আছে। তবুও সব কাজ করা যায় না Wordpress দিয়ে, কিছু বড় বড় সীমাবদ্ধতা আছে, Security এর প্রশ্ন আছে।
CMS মূলত non-technical মানুষদের জন্য, small purpose এর জন্য ভাল। professional business solution এর জন্য developer এর কাছে আসতেই হবে।
indilaindira publisher