যদি মহাকর্ষীয় ধ্রুবক সময়ের সাথে ধীরে ধীরে কমে যায়, তাহলে চন্দ্রের গতিতে কি ফল দেখা যাবে?

1 Answers   6.2 K

Answered 2 years ago

মহাকর্ষীয় ধ্রুবক একটি সার্বজনীন ধ্রুবক যেটা কখনো কোনো অবস্থায় পরিবর্তনশীল নয়। তাত্ত্বিকভাবে এই ধ্রুবক কমতে থাকলেও চন্দ্রের গতিবেগ পরিবর্তন হয়ে যাবে। কারণ, সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ (g) পরিবর্তন হয়ে যাবে। তবে আপনার প্রশ্মল বলা নেই যে এই মহাকর্ষীয় ধ্রুবকের মান কীভাবে বা কী হারে কমবে। তাই সঠিক উত্তর বলা সম্ভব নয়।


Mr. Devs
mrdevs
246 Points

Popular Questions