যদি বাংলা বর্ণমালাকে আরবিতে লেখা হতো, তাহলে কেমন হতো?
0
0
1 Answers
3.4 K
0
Answered
1 year ago
খুবই খারাপ হত। যেমন ধরুন ' টক' এই শব্দটি আপনি আরবী বর্ণমালা দিয়ে উচ্চারণ করতে পারবেন না। কারণ, ট বলে কোন ধ্বনী আরবিতে নেই।
আবার ধরুন প ধ্বনি আরবিতে নেই কাজেই পেয়ারা, পাকা, পদবী অর্থাৎ প দিয়ে যত শব্দ আছে তার কোনটাই আপনার পাক জবানে উচ্চারণ করা সম্ভব না।
বাংলা ভাষার বর্ণ ও ধ্বনি সমৃদ্ধ। নিজ ভাষা, ভাষার বর্ণমালা ও ধ্বনিকে ভালবাসুন।
হুদাই ত্যানা প্যাচাইয়েন না। পাকিস্তানীরা উর্দু হরফে বাংলা লেখার অপচেষ্টা করেছিল, পারে নাই।
ইনশাআল্লাহ, আপনি বা আপনার মত যারা আরবু হরফে বাংলা লেখার স্বপ্ন দেখেন তারাও পারবেন না।
মনে রাখবেন, ভাষা শুধু ভাষা না, এটা একটা সংস্কৃতি। তাছাড়া এই ভাষা পৃথিবীর একমাত্র ভাষা যার রাজনৈতিক ইতিহাসও আছে।
কাজেই কূচিন্তা বাদ দেন।
babynaznin publisher