Answered 2 years ago
ভাগ্য ভালো যে প্রকৃতিতে এমন কিছু অনেক আগে থেকেই বিদ্যমান। তা শুধু হাজার বছর ধরে নয় লক্ষ লক্ষ বছর থেকেই আছে। Enhydro Agate বলতে বোঝায় কেলাস বা কোনো আকরিকের কোটর। এর কোটর পানি দ্বারা পূর্ণ। যা ৩৪ থেকে ৫৬ মিলিয়ন বছর পূর্বের অর্থাৎ ইয়োসিন যুগের।পানি মোটামুটি স্থির অবস্থায় ছিল এবং তা সিলিকন জাতীয় কেলাস দ্বারা আবৃত। যেটা বলতে গেলে কাঁচের মতই কঠিন সমজাতীয় পদার্থ। এর বেশ কিছু নমুনা আমি (Jake Ross) নিয়েছিলাম, এর স্বাদ ও গন্ধ পরীক্ষা করার জন্য।মোটামুটি নোনতা কিন্তু সমুদ্রের পানির মত ততটাও নয়। অনেকটা যষ্টিমধুর মত গন্ধ কিন্তু ততটা পোড়া গন্ধ যুক্তও নয়,খুবই ক্ষীণ।
সুতরাং এই প্রশ্নের উত্তরে পানির তেমন কোন পরিবর্তন হয়না বললেই চলে।
oditikhan publisher