যদি একজন ছাত্রের ফ্যামিলিগত কোনো সাপোর্ট না থাকে, অথচ তার স্বপ্ন থাকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবে। তাহলে তার কিভাবে পড়াশোনা করতে হবে?

1 Answers   11.3 K

Answered 2 years ago

ফ্যামিলিতে সাপোর্ট নেই কথাটা ক্লিয়ার না। গরীব ফ্যামিলির কেউ পড়ালেখায় ভালো হলে তার দায়ীত্ব নিতে অনেকেই চায়। কিন্তু এইসব ছাত্রদের ব্যাবহার ও এটিচিউড ভালো থাকে না। তাদের মাঝে বিনয়ের বড় অভাব। তারা অহংকারী হয়। আর চাপাবাজ হয়। এই চাপাবাজী আর অহংকারী স্বভাব না থাকলে তাদের দায়ীত্ব নেয়ার লোকের অভাব পড়ে না।

Emon Khan
emonkhan
200 Points

Popular Questions