যদি এই ব্রহ্মান্ড প্রসারিত হয়েই চলেছে, তবে সেটি কার মধ্যে প্রসারিত হচ্ছে? আমরা সেই খালি জায়গাকে কী বলতে পারি যা এই মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত হওয়ার জায়গা করে দিচ্ছে?

1 Answers   5.6 K

Answered 2 years ago

মহাবিশ্ব কিছুর মাঝে প্রসারিত হচ্ছে না, সময়ের সাথে প্রসারিত হয়ে মহাবিশ্ব কেবল নতুন স্থান তৈরি করছে। মহাবিশ্বের বাইরে বলে কিছুর অস্তিত্ব এখনও পাওয়া যায়নি। সময় ও স্থান কেবল মহাবিশ্বের মধ্যেই রয়েছে।


Shuvan Ahmed
shuvanahmed
515 Points

Popular Questions