যদি আপনার জীবনে অন্তিম দুই ঘন্টা বাকি থাকে, তাহলে আপনি কী করবেন?

1 Answers   5.5 K

Answered 2 years ago

অন্তিম সময় যদি জানা যেতো তাহলে মানুষ এতো অপকর্মে লিপ্ত হতো না,মানুষ পাপ করতে পা বাড়াতে দুইবার ভাবতো।

যাইহোক আমি যদি জানি জীবনের ২ ঘন্টা সময় আছে বাকি -

    প্রথম এ সকল বড় পাপের কথা চিন্তা করে নতশির এ ক্ষমা প্রাথনা করবো মালিকের কাছে।
    আমার জীবনের কারো ধারদেনা বাকি থাকলে তা পরিবারকে বলে যাবো যেন শোধ করে দেয়।
    পরিবারের কাছের মানুষদের চোখ ভরে দেখবো।
    কাউকে কষ্ট দিলে তার জন্য কল করে বা সুযোগ হলে সামনে থেকে হাতজোড় করে মাফ চাইবো।
    কারো প্রতি কোনো অভিযোগ না রেখে ক্ষমা করে দিব।
    নিজের করণীয় কিছু থাকলে পরিবারে বলে যাব,তাদের সাধ্য মতো যেন পুরন করে।
    শেষ জায়নামাজ এ কুরআন তিলাওয়াত করে জীবনের শেষ ইবাদত টুকু আদায় করবো।

উপরোক্ত বিষয় গুলো আসলে সবসময় মনে রাখা দরকার, কারণ আমি জানি না আমার মৃত্যু কখন দোরগোড়ায় এসে দাঁড়াবে?

Afroja Sultana
afrojasultana
328 Points

Popular Questions