Answered 2 years ago
আসলে আমরা যখন কোন আর্টিকেল লিখি আমরা চিনতাই করি না ডিজিটর কোন কোন বিষয়ে জানার জন্য গুগলে সার্চ করে।
এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
কেননা আপনার আর্টিকেল কিন্তু আপনার ভিজিটরাই পড়বে।
যে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ তারা কোন কোন কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে।
তাই একজন ব্লগারকে অবশ্যই ভালো এসিও জানতে হবে।
প্রথমে যেটি দরকার সেটি হল আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে কেননা এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
উপরের ছবিতে দেখুন যখন আপনি কোন কিওয়ার্ড লিখে সার্চ করবেন, কিওয়ার্ড টপিক অবশ্যই আপনার ওয়েবসাইটের টপিক অনুযায়ী হতে হবে।
আপনার টপিকের উপর কোন কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত তা খুঁজে বের করত হবে।
ওইসব কিওয়ার্ডে ভিজিটররা কি পরিমাণ সার্চ করে সেগুলো ভালো করে জানতে হবে।
শুধু তাই না সেখানে দেখতে হবে কম্পিটিশন কেমন অর্থাৎ আপনি যদি কোন বিষয়ের উপর আর্টিকেল লিখেন তাহলে বলে প্রথম পেজে আসছে পারবেন কিনা।
সচরাচর কম্পিটিশন যদি ২০ এর কম হয়ে থাকে সেক্ষেত্রে গুগলে প্রথম পেজে আসা সম্ভব।
এটা মানে এই না আপনি প্রথম পেজে চলে আসতে পারবেন লেখার সাথে সাথে।
আপনার ওয়েবসাইটের বয়স অবশ্যই এক বছর হতে হবে তাহলে গুগল আপনাকে প্রথম পেজে নিয়ে আসতে পারে।
তাই আপনাকে আর্টিকেল লিখে যেতে হবে।
যখন আপনি বুঝবেন যে ভিজিটর কিছু কিওয়ার্ড লিখে সার্চ করে তখন ওই কিওয়ার্ডগুলো নিয়ে ভালো করে আর্টিকেল লিখতে হবে।
আর্টিকেল অবশ্যই ঐ কিওয়ার্ড থাকতে হবে।
নরমালি একটা আর্টিকেলে এক থেকে দুইবার এর বেশি কিওয়ার্ড দিবেন না।
বেশি দিলে গুগল আপনাকে প্রথম পেজে নিয়ে আসবে না।
এগুলো ঠিকমতো ফলো করেন তাহলে আপনার আর্টিকেলে অনেক বেশি ডিজিটর পাবেন।
আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
ভালো লাগলে আমাকে আপলোড ফলো এবং শেয়ার করতে ভুলবেন না
aminaforid publisher