Answered 2 years ago
প্রথমতঃ বিজ্ঞানবাদ বা বিজ্ঞানবাদী বলে কিছু হয় না। সঠিক শব্দ বিজ্ঞানমনস্কতা আর বিজ্ঞানমনস্ক।
দ্বীতিয়ত: বিয়ে নামক ইনস্টিটিউশন প্রকৃতির তৈরি নিয়ম নয়। বিজ্ঞান এর লক্ষ্য প্রাকৃতিক ঘটনার পিছনের কারন খুঁজে বের করা এবং তা থেকে প্রাপ্ত জ্ঞান মানবসভ্যতার উন্নয়নের জন্য ব্যবহার করা।
ফলে এই প্রশ্ন মানবাধিকার সংক্রান্ত ।
আমি যতটুকু জানি তা হল কোন প্রাপ্তবয়স্ক মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য করা দন্ডনীয় অপরাধ। কোন সভ্য সমাজে এই প্রথা নেই। যারা একাজ করে তাদের মানুষ বলে গণ্যই করা যায় না।
পিতার পছন্দের ব্যক্তি আর পিতার জিন একই?? এটা লেখার আগে একবার জিন সংক্রান্ত প্রাথমিক পড়াশোনা করে নিলে হত না??
ayshakhatun publisher