যখন কোনও মুক্তিযোদ্ধা আর বেঁচে থাকবে না, তখন কি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত হবে?

1 Answers   3.1 K

Answered 3 years ago

অবশ্যই না।মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তি থাকে না। মুক্তিযোদ্ধাদের সকলের মৃত্যুর পরও মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের প্রতি রাষ্ট্রের কর্তব্য নিঃশেষীত হবে না। তাছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় আরো অসংখ্য দায়িত্ব পালন করতে থাকবেঃ

১) মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা সহায়তা

২) মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা ও প্রচারনা।

৩) মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিসৌধ, বধ্যভূমি, মিউজিয়াম ও ইন্সটিটিউটসমূহের রক্ষনাবেক্ষন।

৪) মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, ডকুমেন্টারী, অনলাইন কন্টেন্ট, আর্ট, ড্রামাটিক্স, অনুষ্ঠানাদি।

৫) মুক্তিযুদ্ধ এবং বিজয় সঙ্ক্রান্ত জাতীয় অনুষ্ঠান ও উৎসব আয়োজন।

৬) জাতীয় দিবস সমূহের নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান।

৭) মুক্তিযোদ্ধা সংসদ ও ফান্ডের ব্যবস্থাপনা।

৮) শিশু ও শিক্ষার্থী বৃত্তি।

৯) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ চেয়ার প্রতিষ্ঠা।

১০) পাঠাগার ও ইন্টারনেট ভিত্তিক পাঠচক্র আন্দোলন।

১১) মুক্তিযুদ্ধের বীরদের জাতীয় রোল মডেল হিসাবে প্রচার ও উপস্থাপন।

ইত্যাদী আরো অনেক কিছু……।


Aariv
aariv
294 Points

Popular Questions