যখন একটি মানুষের চলার মতো সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন সে কী করতে পারে?

1 Answers   9.6 K

Answered 2 years ago

একটি পথ বন্ধ হওয়ার অর্থ দশটি পথ খুলে যাওয়া।এতদিন মূলত আপনি একটি পথ ধরেই চলেছেন।তাই আপনার বাকি পথগুলো ওপেন হবার সুযোগ পায়নি।

মানুষের সব পথ বন্ধ হলেও একটি পথ সবসময় আমরণ খোলা থাকে সেটি হচ্ছে আপনের রবের পথ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না (লা তাকনাতু মীর-রাহমাতিল্লাহ)।আপনি যদি এমন কোন সমস্যার মুখামুখি হন যে কেউ আপনার পাশে নেই ঠিক তখনও আপনার রব আপনাকে ছেড়ে যাননি।আপনার সব অপারগতার কথা কষ্টের কথা রাতের আধাঁরে আল্লাহর কাছে দু,রাকাত নামাজ পড়ে জানান দেখবেন আপনার বুক থেকে পাথর ধিরে ধিরে নেমে আপনি হাল্কা বোধ করছেন।একসময়, এক সপ্তাহ, দু,সপ্তাহ পর দেখবেন আপনার জন্য উত্তম পথ আপনার রব তৈরী করে দিয়েছেন।

হতাশা আপনার পথ আরো রুদ্ধ করে দিবে। মুমিনরা কখনও হতাশ হয়না মুমিন হতাশাকে কবর দিতে সৃষ্টি। পুরো পৃথিবী আপনার এক দিকে আর আপনি একদিক যদি থাকেন সাথে আপনের ইমান আর আপনার রব থাকে কোন ক্ষত কোন কষ্ট আপনার পথ বন্ধ করতে পারেবেনা।

মৃত্যুর পর আপনার সফলতা আপনাকে যখন আলিঙ্গন করবে আপনি খুশি হয়ে যাবেন তাই সংক্ষিপ্ত দুনিয়ার মোহে নিজেকে হারাবেনা।

Mr. Devs
mrdevs
246 Points

Popular Questions