Answered 2 years ago
ম্যাজিক সুতা কী?
ম্যাজিক সুতা হচ্ছে, বিশেষ প্রক্রিয়ায় তৈরী এক ধরনের সুতা যা পানিতে ভিজালে গলে গিয়ে অদৃশ্য হয়ে যায় বা নিজে নিজেই ছিঁড়ে যায়।
এই সুতা দিয়ে কী হয়?
জামা-কাপড় সঠিক ভাবে সেলাই করার প্রয়োজনে আমাদেরকে মাঝে মধ্যে কিছু অস্থায়ী সেলাই দিতে হয়, যেগুলোকে আমরা টাক দেওয়া বলি। বিশেষ করে জর্জেট কিংবা লিলেন কাপড়গুলো সেলাইয়ের সময় বেশ ঝামেলায় পড়তে হয়। তাই ঝামেলা এড়াতে বিশেষ বিশেষ জায়গায় টাক সেলাই দিয়ে নিলে কাপড়গুলো সেলাই করা অনেকটা সহজ হয়ে যায়। পরবর্তীতে স্থায়ী সেলাই দিয়ে আমরা আবার অস্থায়ী সেলাইটা বা টাক সেলাইটা খুলে ফেলি। একটা বা দুটো কাপড় থেকে টাক সেলাইগুলো খুলতে উল্লেখযোগ্য সময় ব্যয় না হলেও আমরা যখন গার্মেন্টেসে হাজার হাজার পিস কাপড় সেলাই করি, সেগুলো থেকে অস্থায়ী সেলাইগুলো খুলে ফেলা সময় সাপেক্ষ ব্যাপার! তাই সময় বাঁচাতে অস্থায়ী সেলাইগুলো 'ম্যাজিক সুতা' দিয়ে দেওয়া হয়। যাতে করে কাপড় ওয়াস করার সময় অস্থায়ী সেলাইগুলো নিজে নিজেই পানিতে ভিজে খুলে যায়।]
ম্যাজিক সুতা কোথায় পাওয়া যায়?
গার্মেন্টস অ্যাকসেসরিজ বিক্রি করে এমন সকল দোকানেই 'ম্যাজিক সুতা' কিনতে পাওয়া যায়। তবে এই সুতাটা বেশ দামী বিধায় ছোট ছোট দোকানগুলোতে নাও পেতে পারেন।
masrafimortoza publisher