Answered 2 years ago
বাক্সের এক বা দুই প্রান্তে বারুদ থাকে যা ফসফরাস দিয়ে তৈরী। ঘর্ষন দিয়াশলাই প্রস্তুতিতে শ্বেত ফসফরাস ব্যবহার করা হয়। ফসফরাস খুবই সক্রিয় মৌল। সামান্য আঘাতেই শ্বেত ফসফরাস অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে উঠে। এটি খুবই প্রজ্বলনীয় ও বিষাক্ত। এটিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। ফসফরাসের তিনটি উত্স হল ঃ ১।ফসফরাইট ২। ফ্লোর এপাটাইট ৩। ক্লোর এপাটাইট
raselrana343 publisher