Answered 2 years ago
১৭৫৭ সালে পলাশী যুদ্ধের কয়েক বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি ভূমি জরিপ করে। সেই জরিপে তিনটি মৌজা যে বিন্দুতে গিয়ে মিলেছে, সেখানে একটি করে পিলার বসানো হয়েছিল। এতে চুম্বক থাকার কথাও শোনা যায়, যাতে করে, ঘোর বর্ষা বা বন্যায় পিলার ডুবে গেলে যেন অন্য কোনো ধাতু দিয়ে পিলারটি চিহ্নিত করা যায়। এ বিষয়টি নিয়ে বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে গতকাল ২৭-০৫-২২ ইং একটি বিস্তারিত নিউজ করে। এই প্রশ্নের পূরো উত্তরটিই প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণের তথ্যনুযায়ী।[1]
shezakhan publisher