Answered 2 years ago
রুট শুধু আপনাকে আপনার ফোনের অপারেটিং সিস্টেমের এমন কিছু ফাইলের এক্সেস দেবে যেগুলা সাধারণত আপনার ফোন ম্যানুফাকচারিং কোম্পানি আপনাকে দিবে না। এবং এই ফাইল গুলার এক্সেস ভুল ভাল লোকের হাতে পরলে বা ফোনে ভাইরাস ঢুকে পরলে আপনার তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার ফোনের ক্ষতি হতে পারে , তাই আপনার ফোন ম্যানুফাকচারিং কোম্পানি আপনাকে এই ফাইলের এক্সেস সাধারণত দেয় না ।
তবে আপনি যদি জানেন আপনি কি করছেন, তাহলে ফোন রুট করে কিছু এক্সট্রা সুবিধা আদায় করে নিতে পারবেন। এবং অনেক সময় অনেক মজার মজার জিনিস ও করা সম্ভব ।
তবে আপনি যদি অপারেটিং সিস্টেম সম্পর্কে ভাল না জানেন তাহলে রুট থেকে দুরে থাকাই ভাল।
আশা করি বুঝতে পেরেছেন।
kumarshuvo05 publisher