Answered 2 years ago
মোবাইল ফোন আমরা কখন রিস্টার্ট দিই?
যখন দেখি যে আমাদের হাতের মোবাইলটা ঠিকমত কাজ করছে না। ঠিকমত টাচ রেসপন্স পাচ্ছে নাবা অন্য কোনো সমস্যা হচ্ছে ঠিক তখনই আমরা মোবাইল রিস্টার্ট দিই।
আপনি যখন মোবাইল রিস্টার্ট দিবেন তখন আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলমান এপস গুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এতে করে আপনার মোবাইল আগের চেয়ে কিছুটা ফার্স্ট হবে।
এছাড়াও আমাদের অতিরিক্ত অপটিমাইজেশন এর জন্য মাঝে মাঝে কিছু ফিচার বন্ধ হয়ে যায় বা সঠিকভাবে কাজ করে না। রিস্টার্ট দেওয়ার পরে সেই ফিচারগুলো আবার ঠিকভাবে কাজ করে।
Moushumi Hamid publisher