Answered 2 years ago
আজ থেকে আর মাত্র ১০ বছর পর প্রাইভেসি বলে কিছুই থাকবে না।
আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবেনা। কিছুই ফাঁকি দিতে পারবেন না। যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে---------
: হ্যালো ! এটা কি পিৎজা হাট?
- না স্যার, এটা গুগল'স পিৎজা।
: আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?
- না স্যার, গুগল দোকানটা কিনে নিয়েছে।
: ওকে, আমি কি পিজার অর্ডার দিতে পারি?
- স্যার, আপনি সাধারণত যে পিজার অর্ডার দেন আজকেও কি ওটাই দিবেন?
: আমি সাধারণত যে পিজার অর্ডার দেই সেটা আপনি কিভাবে জানেন?
- আপনার ফোন নাম্বার অনুযায়ী , আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ পিজা অর্ডার করেছেন।
: আমি এবারও ওটাই চাই।
- কিন্তু স্যার আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।
: আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানেন?
-সাবস্ক্রাইবার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।
: আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দেন । কলেস্টেরল এর জন্য আমি ঔষধ খাই।
- কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা বক্স কিনেছিলেন।
: আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলা নিয়েছি।
- কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না!
: আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।
- আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠাননি।
: আমার অন্য আয়ের উৎস আছে।
- আপনার ট্যাক্স ফর্মে সে তথ্য নাই।
: ধুর মিয়া, আপনার পিজার গুষ্টি কিলাই। পিজাই খামু না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট ছাড়া দ্বীপে চলে যামু যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।
- জি স্যার বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে , ৫ সপ্তাহ আগে মেয়াদ শেষ হয়ে গেছে।
এই হবে আমদের প্রাইভেসির অবস্থা।
Azhar Ali publisher