Answered 2 years ago
১ টা ফোন এর সময় সীমা ৩ — ৫ বছর। এরমধ্যেই ফোন টিতে বিভিন্ন সমস্যা দেখা দিবে। অন্যতম হল হ্যাং হয়ে যাওয়া। স্লো হওয়া। তারপরও মোবাইল ফোনের ভালো পারফরম্যান্স এর জন্য ফোনে অধিক গেম না খেলাই ভালো। ফোনের ব্যাটারির চার্জ যাতে ০% না হয় সেই দিকে খেয়াল রাখবেন। যে সব অ্যাপ আপনার ফোনকে স্লো বানিয়ে দেয় সেগুলো ব্যবহার না করাই ভালো। ফোন ব্যবহার এর ফলে কিছু রেসিডুয়াল জাঙ্ক তৈরি হবে তা নিয়মিত ক্লিন করবেন। ফোন স্টোরেজ কম হয়ে গেলে ফোন থেকে বড় ফাইল ডিলিট করে দিবেন। ফোনকে যথা সম্ভব পানি / মাটিতে পরার হাত থেকে রক্ষা করবেন। ফোন অতিরিক্ত ব্যবহার করবেন না। চার্জিং এর সময় ফোন ব্যবহার করবেন না।
runalaila publisher