মোবাইল ফোনে থাকা রম (ROM) আর অভ্যন্তরীণ স্টোরেজের (ইন্টারনাল স্টোরেজ) পার্থক্য কী?

1 Answers   5.4 K

Answered 2 years ago

যেভাবে লোকজন রম আর অভ্যন্তরীণ স্টোরেজকে মিলিয়ে ফেলে, সেটা আমার বড়ো রকমের বিরক্তির কারণ। যে-সব সাংবাদিক এইসব লিখছেন, তাঁরা বয়সে বেশ নবীন আর অবশ্যম্ভাবীভাবে কোনো কম্পিউটার বিজ্ঞানের ক্লাস করেন নাই, বা কম্পিউটার নিয়ে পড়েনও নাই।‌

সরলভাবে বলতে গেলে, আপনার ফোনের অভ্যন্তরীণ স্টোরেজকে রম বলা পুরোপুরি ভুল।

রম (ROM- রিড ওনলি মেমোরি) আপনার কম্পিউটারের মেইনবোর্ডে থাকে, এটা কখনো বদলায় না; আর সেজন্যই এর নাম রিড-ওনলি। এর ওপর আপনি লিখতে-টিখতে পারেন না সচরাচর, কম্পিউটার কেবল পড়ে নেয় একে, এতে থাকা নির্দেশনাগুলো (ফার্মওয়্যার বা তদ্রূপ প্রোগ্রাম)। ব্যবহারকারীর দৈনন্দিন কাজকারবারের জন্য (ব্যক্তিগত নথি, ছবি, ভিডিয়ো বা কোড সংরক্ষণে) এটা ব্যবহৃত হয় না, এটা বদল করা যায় কেবল ফার্মওয়্যার হালনাগাদের মতন কিছু লো-লেভেল পদ্ধতিতে।

এটা স্টোরেজ মেমোরি থেকে সম্পূর্ণ পৃথক মেমোরি। স্টোরেজ মেমোরি আদতে নন-ভোলাটাইল (অনুদবায়ী–কম্পিউটারের পাওয়ার বন্ধ করলেও রয়ে যাবে)। বেশিরভাগ ফোনেই একটা প্রধান অভ্যন্তরীণ স্টোরেজ থাকে, যার সাথে সম্প্রসারণ হিসাবে আজকাল মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা হয়ে থাকে।

কিছু ক্ষেত্রে বিভ্রান্তি জাগতে পারে, যেমন আপনার ফোনের মূল অপারেটিং সিস্টেম অভ্যন্তরীণ স্টোরেজেই থাকে লুক্কায়িতরূপে–বদলানো রায় না (অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে রুট ডিরেক্টরি) [আর তাই ১৫ জিবি অভ্যন্তরীণ স্টোরেজের ১৫ জিবিই ব্যবহার করা যায় না]। বলতে গেলে ওই রুট ডিরেক্টরিগুলো রিড-ওনলিই, যেহেতু সাধারণ ব্যবহারকারীরা সেগুলো সম্পাদনা করতে পারে না; কিন্তু এইটুকু অংশের জন্য গোটা অভ্যন্তরীণ স্টোরেজকে রম বলা চলে না।

মন থেকে চাই, লিখিয়েরা এই ভ্রান্ত ধারণা আর বাড়তে দেবেন না।

Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions