মোবাইল ফোনে চার্জকরার পিন-এর পাশে ছিদ্রের থাকে কেন?

1 Answers   4.9 K

Answered 2 years ago

মোবাইল ফোনে চার্জকরার পিন-এর পাশের ছিদ্রটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রফোন। অবশ্য বাটন ফোন গুলোতে এই নয়েজ ক্যান্সেলেশন বেশী কাজ করে না তবে আধুনিক স্মার্ট ফোনে এই মাইক্রোফোন ভালোভাবেই আশেপাশের নয়েজ (চিল্লাচিল্লি/বাসের শব্দ/অথবা ফোন নিয়ে পড়ে থাকার জন্য মায়ের বকুনি) বেশ ভালোভাবেই বাদ/ক্যান্সেল করে দিয়ে আপনার সুললিত কন্ঠস্বর কে অপর প্রান্তের শ্রোতার কাছে পাঠিয়ে দেয়।


Talha Tolib
talhatolib
488 Points

Popular Questions