Answered 2 years ago
হ্যাঁ, এক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। রিসেট দিলে বড়জোড় ২ দিন মোবাইলে স্পিড বেশি পাবেন কিন্ত তারপর আবার স্লো হয়ে যাবে।
যখনি আপনি ফোন রিসেট দিবেন ফোনের সব অ্যাপ, ইন্টারনাল স্টোরেজের ফাইল ছাড়াও এসব অ্যাপ এবং সিস্টেম অ্যাপের ডেটা গুলোও ডিলিট হয়ে যাবে। রিসেট দেয়ার পর আপনাকে আবার অ্যাপ ডাউনলোড করতে হবে সাথে অনেক সিস্টেম অ্যাপও আপডেট দেয়া লাগতে পারে। এর ফলে প্রসেসরকে আবার সেই ডেটা গুলো তৈরি করে সেভ করতে হবে। যেটা একটা বাড়তি চাপ সৃষ্টি করে। আবার র্যামেরও রিডিং রাইটিং এর একটা লিমিট আছে। তাই র্যামের উপরেও বাড়তি চাপ পড়বে।
যেমন, আপনার ফোনের গুগল ম্যাপ অন্তত আপনার এরিয়াকে ডাউনলোড করে অফলাইন করে রাখে। যদি রিসেট দেন। তবে তাকে আবার এই কাজ গুলো করতে হবে এবং প্রসেসরের উপর চাপ দিবে। এই কারনে বারবার ফ্যাক্টরি রিসেট দেয়া একদমই উচিত না। ঠিক একই কারনে ফোনের যেসব ফাইলকে আমরা 'জাংক ফাইল' বলে থাকি এবং ক্লিন মাস্টারের মতো বাজে কিছু অ্যাপ দিয়ে ক্লিন করি সেটাও করা উচিত না। কারণ এসব ফাইল এন্ড্রয়েড তার প্রয়োজনেই তৈরি করেছে। আপনি মুছে দিলে তাকে আবার তৈরি করতে হয় যার প্রেশার পড়ে প্রসেসরে। যেটুকু ক্লিন করার দরকার সে নিজেই করবে। আর যদি রিসেট দিতে চান তাহলে ৩/৪ মাসে একবার দিতে পারেন। সেটা পুরাতন ফোনের ক্ষেত্রে ভালো ফল দিতে পারে।
ধন্যবাদ।
ritakhatun publisher