Answered 2 years ago
প্রতিদিন ১০০ টাকা/ ১৫০ টাকা রুজি? এ দিয়ে কি হবে?
আমার পরামর্শ হলো মোবাইলটা বেচে দিন। ধরে নিলাম আপনি ৫০০ টাকা পাবেন, হতে পারে আপনার মোবাইল অনেক বেশি টাকায় বিক্রি হবে।
বড় গ্রোসারি দোকানের সাথে আলাপ করুন। ৫০ লিটার পানির বড় বোতল নিয়ে রাস্তায় বসুন। একটা ছোট্ট টুলের উপর পানির বোতল রাখুন। সাথে একটা পরিষ্কার এলুমিনিয়াম বোউলে ২৪ পিস লেবু রাখুন আর পাশে রাখুন এক কেজি চিনিভর্তি প্লাস্টীকের বয়ম। আর দশটি কাচের গ্লাস রাখুন।
এক গ্লাস পানি ৫ টাকা দরে বেচবেন। যে যদ্দুর চায় লেবুর রস আর চিনি দেবেন। প্রতিদিন চোখ বুজে এক হাজার টাকা রুজি করুন। সাবধান, মোবাইলে হাত দেবেন না। নো টক। কিসের এত আলাপ?
হ্যা, পানির বোতল ফুরিয়ে গেলে আরেক বোতল আনুন, বৌলে রাখা সাধারণ পানি দিয়ে ব্যবহৃত গ্লাসগুলি ভালোভাবে ধুয়ে রাখবেন।
saifullah publisher