Answered 2 years ago
এটা সাধারণত: ট্র্যান্সপেরেন্ট মোবাইল ব্যাক কভার এর ক্ষেত্রেই দেখা যায়।
এর কারণ হচ্ছে, এই কভারগুলি সিলিকন দিয়ে তৈরী হয়। রোদ, তাপ এসবের কারণে সিলিকন এর গ্রেড নিম্নমুখী হতে থাকে এবং হলুদ হতে থাকে।
প্রসঙ্গত: হলুদ ছোপ উঠানোর জন্য ঈষদুষ্ণ গরম জলে কয়েক ফোঁটা লিকুইড ডিস ওয়াশের ফোঁটা ফেলে, জলে কভারটাকে কিছুক্ষন ভিজিয়ে রেখে তারপর একটা পুরনো মানে ব্যবহার করা হয় না এরকম টুথ ব্রাশ দিয়ে হাল্কাভাবে ঘষতে হবে। এতে হলুদ ভাবটা কিছুটা কেটে যাবে।
আরেকটা হচ্ছে ওই ঈষদুষ্ণ গরমজলে কভারটা ভিজিয়ে, জল থেকে উঠিয়ে কভারে কিছুটা বেকিং পাউডার ছিটিয়ে দিতে হবে।
কিছুক্ষন বাদে একটা সফ্ট কাপড় বা তোয়ালে দিয়ে কভারটা আস্তে আস্তে ঘষতে হবে। তারপর কভারটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। কিছুটা হাল্কা দেখাবে ওই হলুদ ছোপ। বেকিং পাউডারের stain removing power রয়েছে।
তবে, প্রথম থেকেই এরকম মাঝে, মাঝেই করতে হবে। খুব বেশী, অর্থাৎ গাঢ় হলুদ ছোপ হয়ে গেলে, কোনো পদ্ধতিই কাজ করবে না।
ধন্যবাদ।
ajitkumar publisher