Answered 2 years ago
আপনার ফোনের কাস্টমার কেয়ারে গিয়ে এক্সপেন্ডল র্যাম ও রম বাড়ান। যত বেশী র্যাম ও রম হবে তত বেশী আপনার ফোনের গতি বাড়বে। তবে ফোনের স্পিড বাড়ার পেছনে ফোনের প্রসেসরও ভূমিকা অনেক বেশী ভূমিকা রাখে। তাই যতটা পারবেন আপডেট প্রসেসরওলা ফোন ব্যবহার করুন। আশা করি এইসব মেনে চললে আপনার ফোন দ্রুত চলছে।
bappyadnan publisher