মোবাইল দিয়ে ইউটিউবে কাজ করা কি সম্ভব?

1 Answers   8.3 K

Answered 2 years ago

ভারতবর্ষে সবচেয়ে বেশী সাবস্ক্রাইবারযুক্ত চ্যানেলগুলির একটি ইনি চালনা করেন।

এনার চ্যানেল- BB Ki Vines

২০১৫ সালে ইনি গুগোলের নেক্সাস মোবাইল কেনেন। নিছকই কৌতুহলবশতঃ সামনের ক্যামেরার মাধ্যমে বিভিন্ন অঙ্গভঙ্গি এবং হাস্যরসবোধক ডায়লগ বলে একটি ভিডিও রেকর্ড করেন এবং ফেসবুক ও ইউটিউবে পোস্ট করেন।

ভিডিওর সংলাপগুলি এতোই বেশী হাস্যকর ছিলো যে ভিডিওটি বহু মানুষ দেখেন ফেসবুকে এবং শেয়ারও করেন। কয়েকদিন পরে ইউটিউবের ভিডিওটি পাকিস্তানের একটি কলেজ থেকে ভাইরাল হতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই কয়েকলক্ষ ভিউ জমা করতে সক্ষম হয়।

ভুবন এমনই সাধারণভাবে ভিডিও বানিয়েছেন তখন থেকে এবং আজ অবধি বানিয়ে চলেছেন।

ভুবন ভারতের প্রথম ইউটিউবার যিনি এক কোটি সাবস্ক্রাইবারের লক্ষ্যমাত্রায় পৌঁছোন।

বর্তমানে তিনি প্রায় কুড়ি মিলিয়ন বা ২ কোটি ছুঁতে চলেছেন।


Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions