Answered 2 years ago
একটা জিনিসকে যখন আমরা বলি যে সেটা মোবাইলের Internal Storage-এ গিয়ে স্টোর হয়ে গেছে, তার মানে হচ্ছে, সেটা মোবাইলের "Hard Drive"-এ গিয়ে স্টোর হয়ে গেছে, বা আরও সঠিক ভাষায় বললে, সেটা "Hard Drive"-এ লেখা হয়ে গেছে, "Encrypted format"-এ।
একটা কম্পিউটারের "Hard Drive" এরকম দেখতে হয়, বা হতঃ
এবার, এই "Hard Drive"-টাকে তুমি একটা স্লেটের মতো ভাবতে পারো, যেখানে শুধুই লেখা যায়, কিন্তু কোনও অবস্থাতেই মোছা যায় না।
এর মানে কি দাঁড়াল? Internal Storage-এ যাওয়া জিনিস (ডেটা) একবার যখন "Hard Drive"-এ গিয়ে লেখা হয়ে গেছে, ওটা চিরতরে মুছে কখনওই যাবে না।
এবার, প্রশ্ন হচ্ছে, এই "স্লেট" কখনও "লেখা"তে ভর্তি হয়ে গেলে কি হবে? হ্যাঁ, ভর্তি হতে পারে, কিন্তু সেটা তখনই যখন একটা বিশাল, বিশাল, মানে একটা অকল্পনীয়ভাবে বিশাল পরিমাণের ডেটা সেই "device"-এ গিয়ে স্টোর হতে চাইবে। তখন এই "Hard Drive"-টা একটা জিনিস নিজে থেকেই করবে, যাকে আমরা বলি, "Overwriting"! একটা নমুনা দেখাচ্ছি,
পুরনো ডেটার ওপরে নতুন ডেটা "লিখে" দেওয়া। এটা নিয়ে একটু পরে আরও কথা বলব, (বা বলতে হবে)।
এবার, প্রশ্ন হচ্ছে, কোনও এমন উপায় আছে কি, যার দ্বারা "Hard Drive" থেকে এই ডেটা 'উড়িয়ে' দেওয়া যায়?
হুমমম, ঠিক প্রকৃত অর্থে 'উড়িয়ে' দেওয়া যাবে না, কিন্তু এমন কিছু অবশ্যই করা যাবে, যার দ্বারা অন্য লোকেরা এই ডেটা পড়তে পারবে না।
কী সেটা? সেই এক "Overwriting"। কী সেটা?
এক কথায়, "পুরনো ডেটার ওপর নতুন ডেটা লিখে দেওয়া"। "Overwriting"-এর ফল কী? এইটাঃ
একটা "device"-এর "Hard Drive"-এ কিছুটা এমন একটা চিত্র তৈরি হয়, "Overwriting" করলে। এবার বল, এটা কি কোনও ভাবে পড়া সম্ভব?
না। এখনও অবধি এমন কোনও Quantum Computer-ও আবিষ্কৃত হয়নি, যেটা এরকম "Overwriting"-কে পড়তে পারবে!
rahdulislam publisher