Answered 2 years ago
RAM মানে Random Access Memory
আমরা প্রাত্যহিক জীবনে অনেক অ্যাপস ব্যবহার করি। যেমন, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব।
আবার বিভিন্ন গেম ও খেলে থাকি। যেমন, টেম্পল রান, ফ্রিফায়ার, বাবল শুটারসহ আরও অনেক গেম।
এখন কথা হচ্ছে এই অ্যাপসগুলো যখন চলে তখন নিশ্চই ফোনের মেমোরির প্রয়োজন হয়। অথাৎ আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে ১০০-৩০০ এমবির মতো র্যাম লাগবে। যদি টিকটক ব্যবহার করেন তাহলেও নিশ্চই মেমোরির দরকার হবে।
কারণ প্রত্যেকটি জিনিস চলার জন্য একটা নিদিষ্ট পরিমান জায়গার দরকার হয়।
এবার আপনি যদি একসাথে ফেসবুক, টিকটক, ফ্রিফায়ার, পাবজি এককথায় মাল্টিটাস্কিং করেন তাহলে ত আপনার ফোনের অনেক জায়গার প্রয়োজন হবে।
অথাৎ মেমোরির প্রয়োজন হবে।
তাই যদি ফোনের র্যাম বেশি হয় তাহলে একসাথে অনেকগুলো অ্যাপ ইউজ করতে পারবেন। তাছাড়া বড় বড় গেম খেলতেও পারবেন।
ফোন হ্যাং হওয়া থেকেও রেহাই পাবেন।
shuvanahmed publisher