মোবাইলে যেমন অ্যাপ ব্যবহার করা যায়, তেমনি কম্পিউটার বা ল্যাপটপে কি অ্যাপ ব্যবহার করা যায়? যদি না যায়, তবে অ্যাপের পরিবর্তে কী ব্যবহার করা যায়?

1 Answers   10.3 K

Answered 3 years ago

যায়তো ইমুলেটর ব্যবহার করুন। আমি ব্লু স্টিক ব্যবহার করি,এতে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়; ভালো মানের পিসি (Personal Computer) হলে এতে আপনি গেমস ও খেলতে পারবেন। এমনিতে তো আপনি যেকোন গেমস যা কম্পিউটারে খেলা যায় এগুলো খেলতে পারেন।


Dipty Khatun
diptykhatun
420 Points

Popular Questions