মোবাইলে ভিপিএন ব্যবহার করলে কি কোন সমস্যা হতে পারে?

1 Answers   2.6 K

Answered 2 years ago

সাধারণত মোবাইল এর ক্ষতি হয় না ভিপিএন ব্যবহার করলে। কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিন এর ১ টি আর্টিকেল পড়লাম৷ সেখানে লেখাছিল বেশ কিছু ভিপিএন এ ম্যালওয়ার থাকে। এছাড়া কিছু ভিপিএন ইউজারদের ব্যবহার করা ওয়েবসাইটের গতিবিধি ট্র‍্যাক করে৷ কোনো কোনো ভিপিএন ইউজারদের লোকেশন, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড এর তথ্য চুরি করে। তাই সাবধান। হুট করে যে কোনো ভিপিএন ডাউনলোড দিবেন না।


nazninahmed
nazninahmed
301 Points

Popular Questions