মোবাইলে বাংলা লেখার জন্য কোন অ্যাপসটি সবচেয়ে ভালো?
5
0
1 Answers
3.9 K
0
Answered
1 year ago
এখানে দুটি প্রশ্ন রয়েছে। আপনি যদি অফলাইনে কিবোর্ড চান টাইপিং করার জন্য। তাহলে রিডমিক কিবোর্ড।
আর যদি অনলাইনে কিবোর্ড চান টাইপিং করার জন্য তাহলে জি বোর্ড ভালো।
*এখন আপনারা বলতে পারেন অফ লাইন আর অনলাইনের কথা কেন বললাম। দুইটাই তো হাত দিয়ে টাইপ করা যায়? হ্যাঁ যায় কিন্তু রেডমিক কিবোর্ড দিয়ে যতটা স্পিডে টাইপ করতে পারবেন বাংলা। ততটাই স্পিডে জিবোর্ড কিবোর্ড দিয়ে টাইপ করা যাবেনা বাংলায়। কারণ রেডমিক কিবোর্ড টা বাংলা লেখাগুলো একদম সাজানো। কিন্তু জিবোর্ড কিবোর্ড এর বাংলা গুলো একদম অগোছালো। তাই আপনাদের জিবোর্ড কিবোর্ড এ হাতে টাইপিং করতে অনেকটা সমস্যা হবে ।
১) রেডমিক কিবোর্ড:- হাতে টাইপিং করার জন্য সুবিধা হবে। এবং দ্রুত টাইপিং করতে পারবেন। তাছাড়া ভয়েস টাইপিং করা যায়। কিন্তু ততটা নির্ভুলভাবে হয়না। তাছাড়া টাইপিং টা অনেক ভালো করা যায় হাতে।
২) জিবোর্ড কিবোর্ড:- জি বোর্ড কিবোর্ড এ ভয়েস টাইপিংটা অনেকটা ভালো। একদম নির্ভুল। তাই আমার কাছে মনে হয় ভয়েস টাইপিং এর জন্য জিবোর্ড কিবোর্ড টা অনেক ভালো। আপনারা যদি ভয়েস টাইপিং এর জন্য কিবোর্ড চান । তাহলে জি বোট কিবোর্ড দিয়ে সুন্দরভাবে বাংলা ভয়েস টাইপিং করতে পারেন খুবই দ্রুত।
আমার কাছে এই দুইটা কিবোর্ড খুবই ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগে জানিনা।
Sagor Ahmed publisher