জ্ঞান অর্জনের উত্তম উপায় হল বই পড়া। বই মানুষের পরম বন্ধু। বই পড়ার মাধ্যমে যে কোন জিনিসকে উপলব্ধি করা যায়। বই পড়লে অবশ্যই উপকার পাওয়া যাবে সেটা হোক বাস্তবের বই বা মোবাইলে। তবে বাস্তবিকভাবে পড়াই ভালো কারণ বাস্তবিকভাবে বই পড়লে মনোযোগ বেশি থাকে। মোবাইলের মাধ্যমে বই পড়লে তেমন মনোযোগ আকৃষ্ট হয় না, আবার দীর্ঘক্ষণ মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকানোর ফলে চোখের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।
meglaakash publisher