Answered 2 years ago
আমরা যারা স্মার্টফোন দিয়ে ছবি তুলি সেগুলো সাধারণত 5 MB এর আশেপাশে হয়ে থাকে। কিন্তু, কোনো পরীক্ষা বা ভর্তির ফরম ফিলআপ এর সময় বলা হয়ে থাকে যে, ছবির সাইজ যেন 100 kb বা 150 kb এর মধ্যে হয়ে থাকে। এজন্য আমরা বিভিন্ন কম্পিউটার সেন্টারে ছুটে যাই, এবং সেখানে অরিজিনাল ছবি scan করে এবং কিছু এডিট করে ছবির সাইজ নির্দিষ্ট মানে কমিয়ে আনে। তবে এই কাজটি আপনি আপনার বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমেই একদম ফ্রী তে করতে পারবেন।
১) প্রথমে আপনি নিজের ফোনের ক্যামেরার সাহায্যে ছবিটি তুলুন।(ধরি, ছবিটি 5 MB)
২) এরপর ওই ছবিটি আপনি আপনার ফোনের সাহায্যে যতটা সম্ভব crop করুন, এর ফলে ওই ছবির সাইজ 500 kb থেকে 1Mb এর মত হয়ে যাবে।
৩) এরপর বাকি কাজটা আপনাকে অনলাইনে করতে হবে, আপনি সার্চ করুন, "image to jpg converter" ,এরপর অনেক ওয়েবসাইট পাবেন। সুবিধামতো একটা ওয়েবসাইট খুঁজে নিন।
৪) ওয়েবসাইট টি খুললেই আপনি প্রথমে দেখতে পাবেন, Chose file অপশন পাবেন, ওখানে ক্লিক করলে আপনার ছবি দেয়ার অপশন আসবে, আপনি আপনার gallery খুঁজে নির্দিষ্ট ছবিটা দিয়ে দিবেন।
৫) যেহেতু, আপনাকে 100 kb করতে হবে, তাই, আপনাকে ওখানে আরো কিছু setting করতে হবে। Pixel বলে একটা অপশন আসবে, ওটাকে 1000×500 (signature এর জন্য) বা যদি চারকোনা ছবি হয় তাহলে 1000×1000 করতে হবে। তারপর convert অপশন ক্লিক করুন। আপনার 100 kb এর ছবি চলে আসবে। উল্লেখ্য, যদি দেখেন ছবির সাইজ 100 kb না হয়ে যদি একটু বেশি হয়ে যায় তাহলে pixel টা আপনাকে একটু কমাতে হবে, ধরুন কমিয়ে 800*500 বা 800*250 করলেন, এইভাবে একটু কমিয়ে আপনাকে adjust করতে হবে যাতে আপনি আপনার পছন্দ মতো সাইজ পেতে পারেন।
ছবি কনভার্ট হয়ে যাওয়ার পর আপনি তাঁদের সার্ভার থেকে ছবিটা ডিলেট করে দিতে পারেন, একটু নিচের দিকেই অপশন থাকে।
আমি নিজে আগে ফর্ম ফিল আপ করতে কম্পিউটার সেন্টারে যেতাম, আর প্রতি ফরম ফিল আপে 50 থেকে 100 টাকা খরচ করতাম। এখন আমি বিনা পয়সায় ফর্ম ফিল আপ করি।
khalidrimon publisher