Answered 2 years ago
বাংলাদেশে অনেক মানুষ, বেশিরভাগ রিসেপশনিস্ট আর সব কল সেন্টার ফোন ধরে বলে “আসসালাম আলাইকুম”। আইডিয়াটা বেশ। যদিও কথাটা বাংলা নয়। বাংলায় বলতে চাইলে “নমস্কার” বলতে পারেন।
কিছু কল সেন্টার ইদানীং “সুপ্রভাত”, “শুভ সন্ধ্যা” ইত্যাদিও বলছে। এটাও ভালো আইডিয়া। সমস্যা একটাই। কেউ নিউ ইয়র্ক থেকে ঢাকায় কল করলে তাকে সুপ্রভাত বলবো নাকি শুভ সন্ধ্যা?
আমি প্রায়ই ফোন ধরে বলি “বলো” কিংবা “বল” কিংবা “বলুন”। তাতে সময় বাঁচে। ফালতু কথা কম হয়। কাজে ছাড়া আমাকে কেউ কল করে না।
বাংলাদেশের অনেক মানুষ আওয়ামী লীগ পছন্দ করেন না এবং জয় বাংলা ডাকটিকে আওয়ামী লীগের নিজস্ব সম্পদ মনে করে। নইলে বলতাম ফোন ধরে “জয় বাংলা” বললেই তো হয়।
আমার এক বন্ধু ফোন ধরে বলেন “জয় গুরু”। আমি কিছুদিন “জয় মা” বলার চেষ্টা করেছি। মুসলিমরা মন খারাপ করেছে। তাই প্রকল্পটি আর এগোয়নি।
দেখা যাক আর কে এখানে কি আইডিয়া দেন। ভালো লাগলে কাজে লাগিয়ে ফেলবো। বাঙালিকে হ্যালো বলতে আরাম লাগে না।
raselrana343 publisher