মোবাইলে একটা অপশন থাকে DND এটা কখন কি কাজে লাগে ?

1 Answers   4.5 K

Answered 2 years ago

DND এর মানে হল Do not disturb.

ধরুন আপনি এমন কোথাও রয়েছেন যেখানে ফোন এলে রিসিভ করে কথা বলতে পারবেন না, আবার মোবাইল silent করলেও মুশকিল, পকেটের মধ্যে vibrate করলে আপনার অস্বস্তি হতে পারে বা যে কাজে রয়েছেন সেখান থেকে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে।অথবা, ধরুন আপনি ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমোবেন, চাননা কেউ সেসময়ে ফোন করে আপনার ঘুম ভাঙাক।কিন্তু, ফোন silent করে খাটের পাশে টেবিলে রেখে দিলেন, তাতে ঘর নিস্তব্ধ থাকলে vibration এর শব্দেই ঘুম ভেঙে যেতে পারে। এই সময়ে আপনার কাজে লাগতে পারে এই DND অপশন টি।

মোবাইল DND মোড এ রাখলে যদি কেউ ফোন করে, তাহলে না আপনার রিংটোন বাজবে, না ফোনটা vibrate করবে;শুধু স্ক্রিনে ভেসে উঠবে যে আপনার ফোন আসছে। আর আপনার অ্যালার্ম দেওয়া থাকলেও যথাসময়ে শব্দ করেই তা বেজে উঠবে।

এখন DND mode এর কার্যকারিতা জানার পর আপনার যেকোনো দরকারে এটা ব্যবহার করতে পারেন।


Aabonti
aabonti
320 Points

Popular Questions