Answered 2 years ago
ব্যাটারির ক্ষমতা বাড়ানো মানে হল বেশি মিলি আম্পিয়ার আওয়ারের ব্যাটারি লাগান যেটা বড় আকৃতির কারণে আপনার মোবাইলে সেট হবে না। তবে ব্যাটারির অপ্টিমাম ব্যবহারের মাধ্যমে অনেকক্ষণ ব্যাটারি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে প্রয়োজন বেতিত জিপিএস, ডাটা অফ রাখা, ডিসপ্লে ব্রাইটনেস কম রাখুন। মাঝে মাঝে ব্যাটারি অপ্টিমাইজ করে ব্যাকগ্রাউন্ডে চলমান অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন। ব্যাটারি সেটিং এ গিয়ে কালপ্রিট ব্যাটারি ড্রেইনিং অ্যাপ বের করুন। অ্যাপ দ্বারা ব্যাটারি কন্সাম্পশন এর পারসেন্টএজ দেখুন।
khadiza publisher