মোবাইলের ফাস্ট চার্জার নস্ট হলে নরমাল চার্জার দিয়ে চার্জ দিলে কী ক্ষতি হবে?

1 Answers   12.3 K

Answered 1 year ago

না। কিন্তু তার মানে এই নাজে আপনি বাজারের ২০০-৩০০ টাকার Charger কিনে নিয়ে আসে চার্জ দিবেন।এটা ভুলেও করবেন না কারন বাজারের এই সচতা চার্জার গুলোর power ভালো ভাবে maintain করা থাকে না তাই সাবধান।। ৫০০ টাকার আসেপাশের ভালো ব্রান্ড দেখে আর আপনার ফোনের চার্জার এর পাওয়ার এর সাথে মিলিয়ে তারপর কিনুন। আর আপনি যদি বেশি watt এর চার্জার ব্যাবহার করেন তাহলে সমস্যা নেই কারন আপনার ফোন যতোটুকু watt নিতে পারে তার থেকে কমই নিবে,বেশি কখনো নিবে না। আর আসল চার্জার ছারা আপনার ফনের চার্জ আগের তুলনাই কিছুটা বেশি বা কম থাকতে পারে তবে ভালো চার্জার দিয়ে চার্জ করলে ব্যাটারি এর কনো সমস্যা হবে না।
Romzan Reza
romzanreza
535 Points

Popular Questions