Answered 2 years ago
অনেকেরই দেখছি শ্রীমান মোদীর (বেশিরভাগ বাংলাদেশী যাকে মুদী নামে চেনে) হিন্দীতে প্রদত্ত ভাষণ নিয়ে চুলকানী আছে।
আমি জানিনা আপনি দশদিন ব্যাপী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানের সবগুলো সরাসরি সম্প্রচার আপনি দেখেছেন কি না।
দেখে থাকলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার সরকার/ রাষ্ট্রপ্রধানগণ তাদের রাষ্ট্রীয় /সরকারি ভাষাতে বক্তৃতা করেছেন। তখন কিন্তু আপনি কোরাতে এই প্রশ্ন করেননি।
যত নিন্দা মোদির ক্ষেত্রে। তিনিও অন্যান্য সরকার/ রাষ্ট্রপ্রধানদের মত তার সরকারি ভাষায় বক্তব্য প্রদান করেছেন। এত দোষের কী? আসলে যারে দেখতে নারি তার চলন বাঁকা।
ও হ্যা ভাল কথা, এমন গুরুত্বপূর্ণ একটি আয়োজনে আমাদের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানও কিন্তু আমাদের রাষ্ট্রভাষা বাংলাতেই ভাষণ দিয়েছেন।
বাংলাদেশের মানুষ হিন্দি বুঝে কি বুঝে না সে প্রশ্ন করে আর লোক হাসাবেন না। যে দেশের ঘরে ঘরে সনি, জিটিভিসহ অন্যান্য হিন্দি চ্যানেলের অবাস্তব, হাস্যকর হিন্দি সিরিয়াল চলে ঘন্টার পর ঘন্টা, যে দেশের বনভোজন, বিয়ের অনুষ্ঠানে শিলা কী জওয়ানী গানের সাথে নাচ না হলে চলেই না, যে দেশের সেলুনে আমীর, শাহরুখ, হৃত্বিকের ছবি না থাকলে সেলুন ব্যবসা চালানো কষ্টকর সেদেশের মানুষ হিন্দি বুঝেনা সে কথা বলবেন না প্লিজ।
বরং আপনি যদি বলতেন হিংহলিজ বা তামিল বা নেপালি বুঝে কী না তাহলেও প্রশ্নটা মানানসই হত।
ভালো থাকবেন। দেখার পাশাপাশি পর্যবেক্ষণও করবেন। তাহলেই অনেক প্রশ্নের উত্তর আপনি নিজ থেকেই পেয়ে যাবেন।
ujjolahmed publisher